মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। ৬ জুন দুপুরে উপজেলার বাঙ্গালিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শ্রমিকের নাম হেলাল উদ্দীন (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাঙ্গালীপুর গ্রামের আব্দুর রহমানের বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন হেলাল উদ্দীন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথিমধ্যে তিনি মারা যান।
মণিরামপুর থানার উপ-পরির্দশক মহাসিন আলী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া হেলাল উদ্দীনের পরিবারের কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।