বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশের স্বাধীনতা চেতনা নতুন প্রজন্মকে জানানোর লক্ষ্যে “আনন্দে জাগাও অন্তরে শক্তি” স্লোগানে শিক্ষার্থীদের পারিবারিক পাঠাগার গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার উদ্যোগে শহরের বেজপাড়া জেসিএফ শিশুস্বর্গ স্কুল প্রাঙ্গনে এই আয়োজন করা হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশের স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য এই আয়োজন। আমাদের শিক্ষার্থীদের ভিতরে সেই স্বাধীনতার চেতনা সম্পূর্ণ হচ্ছে না। এর কারণ আমরা নতুন প্রযুক্তির নামে বইয়ের থেকে বাচ্চাদের সরিয়ে দিচ্ছি, আর কোচিংয়ের নামে তাদেরকে শুধুমাত্র পাস করার জন্য লেখাপড়া করাচ্ছি।
এর ফলে শিক্ষার্থীরা সামগ্রিক জ্ঞান অর্জন করতে পারছে না। আর তাই শিক্ষার্থীদের সামগ্রিক জ্ঞান অর্জনের জন্যই আজকের এই আয়োজন। কেননা যত বই পড়বে ততই শিখবে। শেখার জন্য বই পড়ার কোন বিকল্প নেই। আর আজকের দিনে বই পাওয়াটা সহজলভ্য হলেও বই পড়ার মত মানসিকতার রয়েছে অভাব।
সে কারণে শিশুরা যেন ফোন ছেড়ে বইমুখি হয় সেই লক্ষ্যে তাদের নিজেদের জন্য একটি পারিবারিক পাঠাগার গড়ে তোলার জন্য তাদের মাঝে বই বিতরণ করা হয়েছে। এ বই তারা নিজেরা যেমন পড়বে তেমনি তাদের বন্ধুদেরও পড়তে উৎসাহিত করবে। এবং প্রতি এক মাস পর পর তাদেরকে বই পড়ে তারা কি শিখল সে বিষয়ে তাদের সাথে আলোচনা করা হবে।
তিনি আরো জানান, এই উদ্যোগের ফলে আমাদের বাংলাদেশের স্বাধীনতার চেতনা নতুন করে বিকাশিত যেমন হবে। তেমনিভাবে আজকের শিশুরা মোবাইলের রঙিন জগত থেকে সরে শিক্ষার আলোয় আলোকিত হয়ে নতুন জীবন গড়তে পারবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা ধরের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের বক্তব্য রাখেন নির্মূল কমিটির জেলা সাধারণ সম্পাদক সাজেদ রহমান বকুল ও পৌর কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ মুন। উপস্থিত ছিলেন জেলা নেতা প্রকৌশলী নুরুল ইসলাম, প্রণব দাস, সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, মোয়াজ্জেম হোসের মঞ্জু, আহসান উল্লা ময়না, মশিয়ার রহমান, সুকান্ত দাস, পৌর নেতা আনিসুর রহমান, কামরুল ইসলাম রিপন, মাসুম বিল্লাহ প্রমুখ।
এর আগে জেসিএফ শিশু স্বর্গ স্কুল প্রাঙ্গনে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে যশোরের পাঁচ শহীদের নামে পাঁচটি গাছের চারা রোপণ করা হয়। বিকেল ৫টায় জেসিএফ শিশুস্বর্গ বিদ্যালয় নাজির শংকরপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে নির্মমভাবে শত্রুর হাতে নিহত ৫ জন শহীদের নামে ৫ টি গাছের চারা রোপণ করা হয়। শহীদরা হলেন শহীদ আসাদুজ্জামান, মাশুকুর রহমান তোজো, সিরাজুল ইসলাম শান্তি, নজরুল ইসলাম ও আহসানউল্লাহ মানিক। শিক্ষার্থীরা এই গাছ রোপণ করেন।