শ্যামনগর সংবাদদাতা
শ্যামনগর উপজেলার আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় সহ সুপার, নৈশ প্রহরী,ও আয়া ৩ পদে নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
অভিযোগ উঠেছে, মাদ্রাসাটির সুপার আশরাফ হোসাইন এবং ম্যানেজিং কমিটির সভাপতি জিএম আলতাব হোসেন সহ সুপার, নৈশপ্রহরী ও আয়া ৩ পদে নিয়োগে শুরু থেকেই দুর্নীতির আশ্রয় নেয়। গত ৮ জুন সাজানো নিয়োগ পরীক্ষার দিন ছিল। এ ঘটনায় ৬ জন আবেদনকারী সাতক্ষীরা জেলা প্রশাসক, মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় মাদ্রাসা সুপার মাওলানা আশরাফ হোসাইন এক নোটিশের মাধ্যমে নিয়োগ পরীক্ষা ঘোষণা করেছেন।
এ নিয়ে ৩ বার নিয়োগ পরীক্ষা পিছালো।