বাংলার ভোর প্রতিবেদক
সাংবাদিকতা পেশায় থেকে সাদাসিধে জীবনে কীভাবে নির্মোহ সততা, নিষ্ঠার প্রমাণ আর মানুষের প্রতি ভালোবাসার জায়গা করে নেওয়া যায় তার উজ্জল দৃষ্টান্ত রেখে গেছেন সদ্য প্রয়াত সিনিয়র সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুস। অত্যন্ত সরল জীবন-যাপনে অভ্যস্ত ছিলেন তিনি। সাংবাদিকতার মতো ক্ষমতা বলয়ের পেশার সাথে যুক্ত থাকার পরও কোনো ধরনের প্রভাব খাটানো বা সুবিধা নেয়ার ঘটনা ঘটেনি তাঁর জীবনে। বর্তমান সমাজে তার মতো নির্মোহ-নিরহঙ্কার একজন মানুষ খুঁজে পাওয়া বিরল।
শনিবার প্রেস ক্লাব যশোরে সদ্য প্রয়াত দৈনিক লোকসমাজের চিফ রিপোর্টার সিনিয়র মোস্তফা রুহুল কুদ্দুসের মৃত্যতে প্রেস ক্লাব যশোর আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা এসব কথা বলেন।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, মোস্তফা রুহুল কুদ্দুস শুধু একজন সাংবাদিক ছিলেন না। তিনি ছিলেন, একজন গুণী লেখক, নাট্যকার ও ছড়াকার। অন্তত ৩০টিরও বেশি তার লেখা বই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পড়ানো হয়।
শিশুদের ইসলামী মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠার লক্ষ্যে কলম সচল ছিল তার। শতভাগ পেশাদারিত্বের মধ্যেও তিনি আলাদাভাবে লেখালেখি করেছেন। আলোচকরা বলেন, তিনি সবার সাথে চমৎকার সম্পর্ক নিয়ে চলতেন। জীবনে কখনও উচ্চস্বরে কথা বলেছেন, বা কারোর ওপর রূঢ় আচরণ করেছেন এমন নজির নেই। একজন পরিচ্ছন্ন সাংবাদিক, সাংবাদিক নেতা ছিলেন তিনি। তার এভাবে চলে যাওয়াটা যশোরের সাংবাদিক সমাজের জন্য বড় শূন্যতা সৃষ্টি করেছে।
প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাব যশোরের সাবেক সভাপতি দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ-দ্দৌলাহ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান,সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, নূর ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, দৈনিক লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তহীদ মনি।
আলোচনা সভা শুরুর আগে মোস্তফা রুহুল কুদ্দুসের প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মরহুমের মাগফিরত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন যশোর জজ কোর্ট জামে মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা মোক্তার আলী।
আলোচনা ও দোয়া মাহফিলে যশোরের সাংবাদিকরা ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। আলোচনা সভা পরিচালনা করেন, প্রেস ক্লাব যশোরের যুগ্ম সম্পাদক ও গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন।