বাংলার ভোর প্রতিবেদক
বিকাশ থেকে ২ লক্ষাধিক টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়ার অভিযোগে দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহী থেকে এক বিকাশ প্রতারককে আটক করেছে যশোর সিআইডি পুলিশ। গত শনিবার গভীর রাতে সুমন আলী নামে (৩৬) এই প্রতারককে আটক করা হয়। আটক সুমন আলী রাজশাহী জেলার মতিহার থানার ধরমপুর দক্ষিণপাড়ার বাসিন্দা।
যশোর সিআইডি পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান ২০১৯ সালের ২১ জানুয়ারি যশোর কোতোয়ালি থানার (মামলা নং ২১,(০১) তদন্ত করতে যেয়ে বিকাশ প্রতারক সুমন আলীকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সনাক্ত করা হয়। সুমন আলী যশোর কোতোয়ালি থানার দায়ের করা মামলায় বাদীর মোবাইল থেকে প্রতারণা করে ২ লাখ ৯ হাজার ৮শত ৩৬ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়ে নেয়। দীর্ঘ পাঁচ বছরের অধিক সময়ে ধরে এই মামলাটি তদন্ত করার একপর্যায়ে গত ৮ জুন গভীর রাতে রাজশাহী জেলার মহানগরীর বোয়ালিয়া মডেল থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে থেকে বিকাশ প্রতারক সুমন আলীকে আটক করা হয়। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণা করে অর্থ আত্মসাতের বিষয়টি স্বীকার করেছে।
শিরোনাম:
- ষাটোর্ধ্ব মায়েদের শীতবস্ত্র ও চাল দিল জয়তী সোসাইটি
- ব্লাকমেইল চক্রের নয় সদস্য আটক যশোরে
- ১৫ বছর পর মিটু হত্যাকাণ্ডের আসামি আটক পিবিআই’র
- যশোরে অবৈধ মবিল কারাখানায় ভোক্তার অভিযান, লাখ টাকা জরিমানা
- চৌগাছায় দুইশ’ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ ও উৎসাহ বোনাসের চেক বিতরণ
- সড়ক সংস্কারের আশ্বাস দিতে এসে আন্দোলনকারীদের তোপের মুখে যশোর সওজ প্রকৌশলী
- খুলনায় খেয়াঘাট দখল নিতে হামলা, বিএনপি নেতাসহ ৯ জনের নামে মামলা
- চৌগাছায় প্রাইভেট কারসহ তিন ছিনতাইকারী আটক