বাংলার ভোর প্রতিবেদক
যশোরের কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী কালি মন্দিরে গ্রীল ভেঙ্গে গত ৯ মে রাতে অজ্ঞাত চোরেরা দুর্ধর্ষ চুরি সংঘটিত করে। চোরেরা এ সময় ১৩ ভরি ১ আনার স্বর্ণালংকার, ১৮ ভরি রুপার অলংকার, ২২টি শাড়ি চুরি করে নিয়ে যায় এবং এই ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়।
মামলার তদন্তকারী যশোর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম পিপিএম’র নেতৃত্বে একটি দল গত শনিবার বিকেলে যশোর কোতয়ালী থানার উপশহর এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের একজনকে একটি সীতাহার ও রুপার অলংকারসহ গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে কেশবপুর কালি মন্দিরে চুরির বিষয়ে স্বীকার করে।
আটক আসিব মোল্যা খুলনার দিঘলিয়া থানার হাজিগ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে উপশহর ডি ব্লকের মাহবুবুল আলম খানের বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ জানায়, যশোর গোয়েন্দা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আসামির পিসি/পিআর যাচাই করে জানা যায়, গ্রেফতারকৃত আসামি ও তার সহযোগীরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা খুলনা অঞ্চলের বিভিন্ন জেলা, থানা এলাকায় দোকান, বাড়ি বিভিন্ন প্রতিষ্ঠানে চুরি সংঘটিত করে থাকে। তারই ধারাবাহিকতায় ছয় সদস্যের একটি চোর চক্র কেশবপুর বাজারে সার্বজনীন কালি মন্দিরে চুরি করে সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে বলে জানায়। অন্যান্যদের গ্রেফতারসহ অবশিষ্ট আলামত উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
শিরোনাম:
- ‘নদী বাঁচাও-দেশ বাঁচাও-মানুষ বাঁচাও’
- ২২ এপ্রিল ভবদহ পরিদর্শনে আসছেন দুই উপদেষ্টা
- যশোরে টিআরসি নিয়োগ পরীক্ষা : প্রথম দিন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই
- বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত
- পল্লী সঞ্চয় ব্যাংকের বিভাগীয় ক্যাম্পেইন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- শেকড়ের উদ্যোগে শিশুদের ফল উৎসব
- যশোরে গ্রাম আদালত প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- যশোরে সচেতন ওলামা সমাজের উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প