বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানে বিভাগীয় চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপি শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ক্যাফে এন্ড রেস্টুরেন্ট ভবনে এই মেলার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ আফিল উদ্দিন বলেন, জীবনে সফলর জন্য প্রয়োজন শুধু সততা আর পরিশ্রম। সততা ও পরিশ্রমের মাধ্যমে প্রত্যেকটি মানুষ নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। সততা নিয়ে পরিশ্রম করলে সমাজের কেউই পিছিয়ে থাকবে না। আমাদের সমাজে যাদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলছি, তাদেরকেও এগিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। সততার সঙ্গে কাজ করতে হবে। নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, চাকরির ক্ষেত্রে সনদ মূখ্য নয়। চাকরির জন্য দরকার দক্ষতা। চাকরিদাতা সব সময় দক্ষ জনবল খোঁজে। অনেক সর্বোচ্চ ডিগ্রিধারী আছেন। কিন্তু তাদের মধ্যে দক্ষতার অভাব আছে। অদক্ষ লোক কেউ নিতে চাইবে না। দক্ষ মানুষ কখনো বেকার থাকে না। তাই নিজেকে চাকরির বাজারের উপযোগী দক্ষ করে গড়ে তুলতে হবে। কাজের সুযোগ না দিলে দক্ষ কর্মী হয়ে ওঠেনা। আবার কাজ দিলে সবাই কাজ করতে চায় না। নানা অজুহাত খোঁজে।
জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আনজুম নাহিদ চৌধুরী, অভয়নগর উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. সাফিয়া খানম, যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপপরিচালক শহীদুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
আলোচনা শেষে ফিতা কেটে চাকরি মেলা উদ্বোধন করেন যশোর-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন। মেলায় ১৬টি বেসরকারি প্রতিষ্ঠান স্টল দেয়। আগ্রহীরা স্ব-স্ব স্টল থেকে তথ্য নিয়ে চাকরির আবেদন জমা দেন। যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।