বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বিটাক কেন্দ্র স্থাপনের লক্ষ্যে অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্থ জমি মালিকদের মাঝে ক্ষতিপূরনের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার যশোর হামিদপুর বিটাক কেন্দ্রে গোপালগঞ্জ, সুনামগঞ্জ, বরিশাল, রংপুর, জামালপুর, যশোর বিটাকের ৬টি কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) যশোর কেন্দ্র নির্মাণের নিমিত্তে অধিগ্রহণকৃত পাঁচ একর জমির ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অনুকূলে এলএ চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামসহ অন্যান্যরা।