নড়াইল সংবাদদাতা
২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় নড়াইলে ১২শ’ কৃষকের মাঝে ৫টি করে নারকেলের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল সদরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে বিনামূল্যে এসব চারা বিতরণ করা হয়।
সদর উপজেলা কৃষি অফিসার মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এ সময় অন্যান্যদের মধ্যে জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার ব্যক্তিগত কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ শাকিল উপস্থিত ছিলেন।
এ সময় ১৬০০ জন কৃষক-কৃষানীকে ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-২/২০২৪-২৫ ক-কৃষানীকে ৫ কেজি উফশী আমন ধানের বিজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার মো. রোকনুজ্জামান কৃষকদের উদ্দেশ্যে বলেন, নারকেলের ভালো ফলন পেতে হলে পরিচর্যা করতে হবে। শুধু রোপণ করলেই ভালো ফল পাওয়া যাবেনা। কিভাবে রোপণ করলে ভালো ফলন পাওয়া যাবে এ বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।’