কালীগঞ্জ সংবাদদাতা
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে তার অনুসারীরা। শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের ভূষণ স্কুল সড়কের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেলহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, আস্তে আস্তে থলের বিড়াল বের হতে শুরু করেছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এই হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। মিন্টুর অনুসারী কালীগঞ্জের অনেক নেতা এই হত্যাকাণ্ডে অর্থের যোগান দিয়েছে। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
এদিকে এমপি আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কালীগঞ্জ মটর মালিক সমিতি। শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।