বাংলার ভোর প্রতিবেদক
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ‘বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২০২৪’-এ ভূষিত হয়েছেন। সোমবার দুপুরে বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসকের হাতে শুদ্ধাচার পুরস্কারের সনদ ও ক্রেস্ট তুলে দেন।
যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন জানিয়েছেন, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা ২০২১ এর অনুচ্ছেদ ৪ মোতাবেক যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারকে ‘বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২০২৪’-এ ভূষিত করা হয়েছে।
সোমবার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের হাতে শুদ্ধাচার পুরস্কারের সনদ ও ক্রেস্ট তুলে দেন। সততা ও নৈতিকতা, নেতৃত্বের গুণাবলী, সিদ্ধান্ত গ্রহণ, এপিএ ও প্রকল্প বাস্তবায়ন ও অভিলক্ষ্য বাস্তবায়নে দক্ষতাসহ মোট দশটি মূল্যায়ণ সূচকের ওপর ভিত্তি করে চলতি বছর মোট চারজনকে সম্মানজনক এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এ বছর যশোরের জেলা প্রশাসক ‘জেলা কার্যালয়ের প্রধান’ ক্যাটাগরিতে পুরস্কারটি পেয়েছেন।
তিনি আরও জানান, জেলা প্রশাসকের এই অর্জন জেলা প্রশাসন তথা সমগ্র যশোরবাসীর জন্য এক অপরিসীম গর্বের উপলক্ষ। সেবাগ্রহীতাদের নিষ্ঠা-আন্তরিকতার সঙ্গে এবং উদ্ভাবনী উপায়ে সেবা প্রদানের ক্ষেত্রে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত সম্মানজনক এই স্বীকৃতি জেলা প্রশাসন, যশোরকে সামনের দিনগুলোতে অনুপ্রাণিত করবে।
উলে¬খ্য, সোমবার খুলনা সার্কিট হাউসে আয়োজিত এই অনুষ্ঠানে একই সঙ্গে বিভাগীয় কমিশনার, খুলনা মহোদয়ের সঙ্গে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২৫’ স্বাক্ষর করেন যশোরের জেলা প্রশাসক।