নড়াইল সংবাদদাতা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা কামনা ও নিঃশর্তে মুক্তির দাবিতে নড়াইলে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে জেলা কৃষক দলের আয়োজনে শহরের আলাদাতপুরে তাসরিন সুলতানা মাদ্রাসায় এ দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা কৃষকদলের আহবায়ক নবীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম এনামুল কবির চন্দনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষক দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্ত, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, জেলা বিএনপির সহসভাপতি আসাদুজ্জামান জামান, অশোক কুন্ডু, জেলা কৃষক দলের যুগ্ম আহবাযক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রুবেল, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, শ্রমিকদলের আহ্বায়ক সাঈদুজ্জমান আমল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনিসহ জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের নেতৃবৃন্দ।