কেশবপুর সংবাদদাতা:
যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের এক ব্যতিক্রমধর্মী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন উপজেলার সুধী সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
জানা গেছে, উপজেলায় মাদকাসক্তি, মোবাইল আসক্তি এবং মোবাইলে জুয়া খেলা, চায়ের দোকানে ক্যারামসহ জুয়া খেলার হার বৃদ্ধিসহ অপরাধমূলক কর্মকাণ্ড ও সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে। এছাড়া বেপরোয়া গতির মোটরবাইক চালানোয় প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। এ সব রোধে ইউএনও তুহিন হোসেন সম্প্রতি উপজেলাবাসীকে সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছেন সকল প্রকার অপরাধমূলক ও সামাজিক অবক্ষয় রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। একই সাথে অভিভাকদের সচেতন থাকার অনুরোধ করা হচ্ছে। অন্যথ্যায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্তার এমন কঠোর ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীসমাজসহ সকল স্তরের মানুষ।
এ বিষয়ে কেশবপুর পৌরবাড়ী মালিক সমিতির সভাপতি মো. আশরাফুজ্জামান বলেন উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই সেই সাথে তাদেরকে প্রদেয় সকল সহযোগিতা করা হবে।
কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু উপজেলা নির্বাহী কর্তার এমন উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি তাকে ধন্য জ্ঞাপন করেছেন।