বাংলার ভোর প্রতিবেদক
সোমবার সকালে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদের সভাকক্ষে বাঘারপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমনেয়ারা তান্নির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মাসিক সাধারণ সভায় অংশগ্রহণের মাধ্যমে বাঘারপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আলম বিপুল ফারাজী দায়িত্বভার গ্রহণ করেছেন।
এ সময় বাঘারপাড়া উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে দায়িত্ব প্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম বিপুল ফারাজীকে ফুলেল শুভেচ্ছা তুলে দেন।