অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশি বাড়ির সদস্যদেরকে পিটিয়ে গুরুতর আহত করে বাড়িঘর ভাঙচুর করে নগদ টাকা ও স্বার্ণালংকার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে উপজেলার ধোপাদী গ্রামের মতিয়ার রহমান শেখের বাড়িতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আহত মতিয়ার রহমান শেখের ছেলে আহাদুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, উপজেলার ধোপাদী গ্রামের হাসান আলী সরদার, শহর আলী সরদার, আছাদুল সরদার, হাসিব সরদার, বুরহান সরদার ও তুহিন সরদার।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে দুই পরিবারের মাঝে কথা কাটাকাটি হয়। এরই জেরে ৮ জুলাই দুপুরে দা, শাবল ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবেশী মতিয়ার রহমানের বাড়িতে হামলা চালায় হাসান আলী গং। অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি বাড়িঘর ভাঙচুর শুরু করে এবং তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে মারধর করতে থাকে। একপর্যায়ে তাদের আঘাতে মতিয়ার রহমান (৬৫) তার স্ত্রী শাহনাজ বেগম (৫০) ও পুত্রবধূ শিমু (২৪) গুরুতর আহত হন। এসময় ঘরের ভেতরে থাকা সোকেস ভেঙ্গে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, চার আনা ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল ও একটি চার আনা ওজনের আংটি নিয়ে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভাঙচুর লুটপাট ও মারধরের ব্যাপারে জানতে চাইলে প্রতিবেশী হাসান আলী সরদার বলেন, আমরা কারো উপর হামলা চালাইনি, লুটপাটও করিনি।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আকিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।