বাংলার ভোর প্রতিবেদক
আফারোজা নূর (৩৪) নামে এক গৃহবধূর যৌতুক আইনে আদালতে দায়ের করা পিটিশন যশোর কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড হয়েছে। আসামি করা হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আহসান হাবীবকে (৩৭)।
শহরের ঘোষপাড়া বাঁশতলা ‘স’ মিলের পাশের আফারোজা নূর এজাহারে উল্লেখ করেছেন, ২০২১ সালের ১৮ জুন তার সাথে আহসান হাবীবের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের পাঁচ লাখ টাকা দিতে না পারায় তার ওপর অত্যাচার নির্যাতন শুরু করে। তার গর্ভের দুই মাসের বাচ্চা নষ্ট করতে বাধ্য করে। পরে গত বছরের ১০ নভেম্বর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
পরে পরিবারের লোকজন মিলে একটি মিমাংশা বৈঠকে বসে গত ২৯ জুন। সেখানে টাকা না দিলে সে তাকে গ্রহণ করবে না বলে জানায় হাবিব এবং তাকে মারপিটে জখম করে হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে ভর্তি হন এবং আদালতে পিটিশন দাখিল করলে আদালতের নির্দেশে পুলিশ থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে।