কেশবপুর সংবাদদাতা:
কেশবপুরে ফলজ ও বনজ বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করেছেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়নে এই বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলা বন বিভাগের আয়োজনে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় ১২৫০০ টি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে। প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কেশবপুরের সংসদ সদস্য আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, যশোর জেলা পরিষদের সদস্য টিপু সুলতান,
কেশবপুর পৌরসভার কাউন্সিলর, জিএম কবির হোসেনসহ কেশবপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সংসদ সদস্য আজিজুল ইসলাম উপজেলা পরিষদ মিলনায়তনে ৩৫টি ধর্মীয় প্রতিষ্ঠানে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় ৫২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।