Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কালিগঞ্জে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে শীতবস্ত্র প্রদান
  • যথাযথ মর্যাদায় বাগআঁচড়ায় মহান বিজয় দিবস উদযাপিত
  • অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ যশোরে আটক আ.লীগের ১৯ নেতাকর্মী
  • যশোরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
  • যশোর-৪ : আচরণবিধি ভঙ্গ করে শোডাউন, বিএনপির প্রার্থীকে শোকজ
  • বেনাপোল ইমিগ্রেশনে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার
  • ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস
  • গৌরবের বিজয়ের দিন আজ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, ডিসেম্বর ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের সড়ক পাশে গ্যাসের সিলিণ্ডার : অগ্নিকাণ্ডের আশংকা

banglarbhoreBy banglarbhoreজুলাই ২৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ

যশোর জেলা শহর ও উপজেলা বাজারের সড়ক পাশ দিয়ে পথচলা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শহরের অধিকাংশ হোটেল-রেস্টুরেন্টগুলো সড়ক পাশের ফুটপাত দখল করে গ্যাস সিলিণ্ডার রাখছে। আর সেই গ্যাস সিলিণ্ডারের খুব কাছেই উত্তপ্ত গ্যাসের চুলায় চলছে রান্নার কাজ। এতে বিঘ্নিত হচ্ছে পথচারিদের স্বাভাবিক চলাফেরা। এমন কি চুলার সেফটিভাল্ব দুর্বল থাকলে বা লিকেজ হলে সিলিণ্ডার বিস্ফোরণে ঘটে যেতে পারে প্রাণহানীর মতো ঘটনা। গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ত্রুটির কারণে গ্যাস লিক হয়। আর তা থেকে ঘটে বিস্ফোরণের মত ঘটনা। এ ছাড়া নিরাপদ দূরত্বে চুলা না রাখায় অতিরিক্ত তাপে সিলিণ্ডার গরম হয়েও বিস্ফোরণের আশঙ্কা থাকে।

সরেজমিন যশোর শহর ও কেশবপুর বাজার ঘুরে দেখা গেছে, রাস্তার পাশে থাকা অধিকাংশ হোটেল ও রেস্টুরেন্ট ফুটপাতে সিলিণ্ডার রাখছে। আর সিলিণ্ডারের একদম পাশেই পেতে রাখা গ্যাসের চুলায় রান্নার কাজ করছেন বাবুর্চিরা। এ সব চুলা ও গ্যাস সিলিণ্ডারের পাশ দিয়ে চলাচল করছেন অসংখ্য পথচারী। এছাড়া এসব হোটেলের অধিকাংশটিতে অগ্নিনির্বাপক যন্ত্র ফায়ার ইস্টিংগুইসার নেই। হাতে গোনা দুই একটিতে থাকলেও মেয়াদ হারিয়েছে অনেক আগেই। এমনকি এসব হোটেলে আগুন নেভানোর ন্যুনতম ব্যবস্থা হিসেবে বালতি ভর্তি পানি ও বালির বন্দোবস্তও নেই। অথচ দুর্ঘটনা এড়াতে এসব প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা বাধ্যতামূলক বলছেন যশোর ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

যশোর শহরের রেলগেট মুজিব সড়কে দেখা গেছে, গোলপাতা নামে একটি হোটেলের গ্যাসের সিলিণ্ডারটি ফুটপাতের অর্ধেক জুড়ে রাখা। আর সিলিণ্ডারের একদম পাশেই পেতে রাখা গ্যাসের চুলায় একজন পরোটা ভাঙ্গছেন। শহরের ব্যস্ততম এলাকা সিভিল কোর্ট মোড়ে প্রচুর সংখ্যক মানুষের আনাগোনা চলে প্রতিদিন। এখানকার হোটেলগুলোর সব কয়টির দৃশ্যও গোলপাতা হোটেলের মতোই।

এদিকে, দড়াটানা ব্রিজের দুই পাশের প্রচুর সংখ্যক হোটেল রেস্টুরেন্টের দৃশ্যও ঠিক একই রকম। এখানকার সামাদ, রাজধানী, ভৈরব, বটতলা,খাওয়া দাওয়া, নিউ ভৈরবসহ আরো বিভিন্ন নামের হোটেলগুলোতে একই দৃশ্য চোখে পড়ে। এসব হোটেলের কোনোটিতে অগ্নিনির্বাপণের কোন সু-ব্যবস্থা নেই। এমনকি হাসপাতাল মোড়ে নিচ তলায় হোটেল এবং উপরের তলায় ক্লিনিক থাকার মতও চিত্র দেখা গেছে।

এদিকে, নেতাজীসুভাস চন্দ্র বসু (গাড়িখানা রোড) সড়কে স্টার হোটেল, মিস্ত্রিখানা রোডে পাঁচ ফোঁড়নসহ অন্যান্য হোটেলের দৃশ্যও আলাদা নয়। স্টার হোটেলের গ্যাস সিলিণ্ডারের পাশে মোটরসাইকেলের পার্কিং করা হয়েছে। সেখানে গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণ ঘটলে মোটর সাইকেলসহ বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারে। এছাড়া কেশবপুর বাজারের গুরুত্বপূর্ণ এলাকা ত্রিমোহিনীর মোড়েও একাধিক ছোট বড় খাবারের হোটেলে এমন ফুটপাত দখল করে গ্যাসের সিলিণ্ডার রাখার চিত্র দেখা গেছে।

আরিফ বিল্লা নামে একজন পথচারী জানান, প্রতিদিন কাজের সুবাদে যশোর শহরে চলতে হয়। ফুটপাত দখল করে গ্যাসের সিলিণ্ডার রাখাতে অনেক সময় নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই সব সিলিণ্ডার নিরাপদ দূরত্বে রাখা দরকার।

ফায়ার সার্ভিস এণ্ড সিফিল ডিফেন্স যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, গ্যাসের সিলিণ্ডার একটা শেষ হলে খালি সিলিণ্ডার সরিয়ে রেখে গ্যাস ভর্তি সিলিণ্ডার ব্যবহার করা নিয়ম। কিন্তু শহরের দোকানগুলো একসাথে অনেকগুলো সিলিণ্ডার রাখে। গ্যাস ভর্তি সিলিণ্ডার সব সময় নিরাপদ দূরত্বে ও ঠাণ্ডা জায়গায় রাখার নিয়ম। এ বছর যশোরে গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণের মত কোনো ঘটনা এখনও ঘটেনি। আমরা সপ্তাহের প্রতি শনিবার এই সব বিষয় নিয়ে সর্বসাধারণকে সচেতন করার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সব প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক যন্ত্র রাখার জোর তাগিদ দিচ্ছি। তাছাড়া ফুটপাত দখল করে রাখা গ্যাসের সিলিণ্ডার অপসারণের কাজ পৌরসভার।

এ বিষয়ে যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল হোসেন জানান, যশোর পৌরসভা থেকে নির্দেশ দেয়া আছে ফুটপাত দখল করে গ্যাসের সিলিণ্ডার কেন, কোনো কিছুই রাখা যাবে না। তারপরও যারা দখল করে রাখে আমরা অভিযান পরিচালনার সময় তা অপসারণ করি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কালিগঞ্জে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে শীতবস্ত্র প্রদান

ডিসেম্বর ১৬, ২০২৫

যথাযথ মর্যাদায় বাগআঁচড়ায় মহান বিজয় দিবস উদযাপিত

ডিসেম্বর ১৬, ২০২৫

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ যশোরে আটক আ.লীগের ১৯ নেতাকর্মী

ডিসেম্বর ১৬, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.