বাংলার ভোর প্রতিবেদক
ঐতিহ্যবাহী প্রেস ক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন আজ। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতহীন শহরের মুজিব সড়কস্থ প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ হবে। ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ প্রার্থী। যুগ্ম সম্পাদকের দুটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী দুজন হলেন, জাহিদুল কবির মিল্টন ও কাজী আশরাফুল আজাদ।
নির্বাচনে সভাপদি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহিদ হাসান টুকুন ও ফারাজী আহমেদ সাঈদ। সহসভাপতি দুটি পদের বিপরীতে লড়ছেন চারজন প্রার্থী। তারা হলেন, ওহাবুজ্জামান ঝন্টু, শেখ আব্দুল্লাহ হুসাইন, সৈয়দ শাহাবুদ্দিন আলম ও শেখ দিনু আহমেদ। সাধারণ সম্পাদক পদে এসএম তৌহিদুর রহমান ও আহসান কবীর। কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন ও হাবিবুর রহমান রিপন। দপ্তর সম্পাদক আব্দুল কাদের ও তহীদ মনি। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম ও মনিরুজ্জামান মুনির। কার্যনির্বাহী সদস্য ৬টি পদের বিপরীতে লড়ছেন ৮জন প্রার্থী। তারা হলেন, এহসান উদ্ দৌলা মিথুন, আব্দুল ওয়াহাব মুকুল, মোকাদ্দেসুর রহমান রকি, শহিদ জয়, শিকদার খালিদ, সফিক সায়ীদ, সাইফুর রহমান সাইফ ও হাবিবুর রহমান মিলন।
প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন হওয়ার কথা ছিল গেল বছরের ৩০ নভেম্বর। কিন্তু আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার কারণে ভোটের ১৪ ঘন্টা আগে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক জানান, আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার কারণে গত বছর ৩০ নভেম্বরের ভোটগ্রহণ স্থগিত করা হয়। প্রেসক্লাবের ভোটাধিকারের বিষয়ে সাবেক একজন সদস্য আদালতে চ্যালেঞ্জ করলে নির্বাচনটি স্থগিতের রায় দেন বিচারক।