বাংলার ভোর প্রতিবেদক
কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শোকরানা সমাবেশ ও গণমিছিল করেছে।
বুধবার বেলা সাড়ে ৩টায় যশোরের জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত।
সমাবেশের সভাপতি নেতা-কর্মী এবং জনগণের উদ্দেশ্যে দিক-নিদের্শনামূলক বক্তব্যে বলেন, সব জায়গায় শান্তি শৃংখলা বজায় রাখতে হবে। আওয়ামী দুঃশাসনের দীর্ঘ ১৬ বছরের অত্যাচার-নির্যাতনের পর দেশের ছাত্র-জনতার গণঅভুত্থান ঘটেছে। স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়েছেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা নায়েবে আমির বেলাল হোসাইন, যশোর জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, হাশেম রেজা, পৌর উত্তর থানা আমির নুর আলা আল মামুন, এডভোকেট রুহিম বালুস। সমাবেশ সঞ্চালনা করেন জামায়াতের প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহবুদ্দিন বিশ্বাস।
সমাবেশে বক্তারা বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে সরকার নিজেই নিষিদ্ধ হয়ে গেছে। স্বৈরাচারি সরকারের পতনে দেশজুড়ে উৎসব বিরাজ করছে। মানুষ আনন্দে রাস্তায় নেমে এসেছে। সাধারণ মানুষের মুখে হাসি ফুটে উঠেছে।
বক্তারা আরো বলেন, ছাত্রজনতা এগিয়ে আসায় স্বৈরাচারী সরকারের পতন সম্ভব হয়েছে। দেশ অভিশাপ থেকে মুক্ত হয়েছে। ছাত্রজনতার রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল বলেই আমরা এই বিজয় পেয়েছি। শহীদদের আত্মত্যাগ ভুলা যাবে না। এই বিজয়ে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।
সমাবেশ শেষে ঈদগাহ মোড় থেকে বিশাল শোকরানা মিছিল বের করা হয়। মিছিলটি থানার মোড় থেকে আর এন রোড হয়ে জামায়াত ইসলামি অফিসের সামনে গিয়ে শেষ করা হয়ে