কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি তদন্তপূর্বক প্রতিকারের লক্ষ্যে শিক্ষক কর্মচারীদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টায় কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রউফের সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়, সহকারী অধ্যাপক শ ম মমতাজুর রহমান, ইন্দ্রজিৎ কুমার মন্ডল, রেজাউল করিম, তারক সরকার, আব্দুল ওহাব, নাজিমুদ্দিন আহম্মেদ, তৌহিদুর রহমান, নিয়াজ কওছার তুহিন, বদরুজ্জামান, সুকুমার ঘোষ, নাসিম সুলতানা, জাহাঙ্গীর আলম, দেবব্রত কুমার মিস্ত্রী, বিকাশ চন্দ্র মিস্ত্রী, মাসুদুর রহমান, ডিএম নাসির উদ্দীন, আওছাফুর রহমান, প্রভাষক গোবিন্দ দুলাল বর, সাইয়েদাতুন্নেছা মুক্তা, আমিনুর রহমান, হাফিজুর রহমান, নন্দ দুলাল প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শ ম মমতাজুর রহমানকে প্রধান করে ৭ সদস্যবিশিষ্ট একটি সমন্বয়ক কমিটি এবং বিগত ১৩ বছরের আয় ব্যয়ের হিসাব যাচাইয়ের উদ্দেশ্যে কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সুকুমার ঘোষকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট অডিট কমিটি গঠন করা হয়।
সভায় কলেজের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।