বাংলার ভোর প্রতিবেদক
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশে থাকবে যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলো। তার অংশ হিসেবে শহরের রাজপথ থেকে অর্থ সংগ্রহ করবে এবং অর্থ পৌঁছে যাবে বানভাসীদের মাঝে।
শুক্রবার বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বান সকল সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিবর্তন যশোরের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন।
সাধারন সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সহসভাপতি ফারাজী আহম্মদ সাঈদ বুলবুল, সংস্কৃতিকজন হারুন অর রশীদ, আনোয়ারুল করিম সোহেল, অখিল বিশ্বাস, শহিদুল হক বাদল, সঞ্জিব চক্রবর্তী, অ্যাড. বাসুদেব বিশ্বাস, তরিকুল ইসাম তারু, রাকিব সর্দার অপু, নওরোজ আলম চপল, কামরুল হাসান রিপন, অধ্যক্ষ শামীম ইকবাল লিপন, পরিতোষ বাউলসহ জেলার ৩১টি সাংস্কৃতিক সংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
হারুন অর রশিদ জানান, ৩০ তারিখে বন্যা দুর্গত এলাকায় গিয়ে বানভাসীদের মাঝে খাবার স্যালাইন, পানির বিশুদ্ধকরণ ট্যাবলেট, বিশুদ্ধ পানিসহ শুকনো খাবার পৌঁছে দেব। তিনি সকলের সহায়তা কামনা করেছেন।