শ্যামনগর সংবাদদাতা
শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজারে দশ থেকে বারোটি অবৈধ পাকা স্থাপনা নির্মাণ করে চলছে একই এলাকার একদল অসাধু ব্যবসায়ী। পানি উন্নয়ন বোর্ডের দেয়া নিষেধাজ্ঞা নোটিশকে তোয়াক্কা না করে পাকা স্থাপনা নির্মাণ করে যাচ্ছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন আমার অফিস থেকে বিধি মোতাবেক নোটিশ করেছি। তারপরেও বিষয়টি যদি গুরুত্ব না দেয় তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুড়িগোয়ালিনীর নীলডুমুর বাজারে এই অবৈধ স্থাপনার বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে স্থানীয় ইউপি সদস্য বলেন, আমি স্থাপনাকারীদের অনেকভাবে অনুরোধ করেছিলাম কিন্তু তারা বিষয়টি মোটেও আমলে না নিয়ে এই ব্যবসায়ীরা বা স্থাপনা নির্মাণকারীরা বিষয়টি গুরুত্ব না দিয়ে কাজ করে যাচ্ছে।
নীলডুমুর বাজারে মাজেদ ঢালী, শাহাদাত ঢালী, আশরাফুল, সামাদ, আক্তার, মনজুর মেম্বর, এরা বিষয়টি তোয়াক্কা না করে পাউবোর জায়গায় অবৈধ পাকা স্থাপনা নির্মাণ করে যাচ্ছে।
বিষয়টি গুরুত্ব সহকারে দেখবার জন্য পাউবোর নির্বাহী প্রকৌশলীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।