কালিগঞ্জ সংবাদদাতা
কালিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. মনিরুজ্জামানের সীমাহীন দুর্নীতি প্রতিষ্ঠানের লাখ লাখ টাকা আত্মসাৎ, সম্পদ লুটপাট ও জরুরি কাগজপত্র না দেয়ায় তার পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় মাদ্রাসা চত্বর থেকে বিক্ষোভ মিছিল সহকারে চৌমুহনী হাটখোলায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগনের অংশগ্রহণ উক্ত মানববন্ধন এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময়ে বক্তারা বলেন, অতি চতুর, দুর্নীতিগ্রস্থ, অর্থ আত্মসাৎকারী, মামলাবাজ সহকারী অধ্যাপক মনিরুজ্জামানের পদত্যাগ এখন সময়ের দাবি।
তিনি মাদ্রাসার সম্পদ লুন্ঠন, মামলার ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ ও প্রতিষ্ঠানের জমির হারি বাবদ ৩ লাখ ৬৩ হাজার টাকা, ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখা থেকে ৬ লাখ ৩৭ হাজার ৩শ’ টাকা, অগ্রণী ব্যাংক মৌতলা শাখা হতে ১ লাখ ৮৭ হাজার ৬শ’ টাকা, শিক্ষক ও সুধীদের থেকে গৃহীত ৭ লাখ ৬৩ হাজার টাকাসহ মোট ১৯ লাখ ৬১ হাজার ৪’শ টাকা আত্মসাৎ করেছেন।
বিক্ষোভ সমাবেশে মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা আব্দুল কাদের হেলালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আমির হামজা, অভিভাবক শেখ সিদ্দিকুর রহমান, ছাত্রী নাহিদা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও স্থানীয় শতশত জনসাধারণ।