চুড়ামনকাটি সংবাদদাতা
যশোর সদরের চুড়ামনকাঠি ইউনিয়নের আমবটতলা সাজিয়ালি গ্রামে মাদকের রমরমা ব্যবসা চলছে। স্থানীয় দুই যুবক দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। অভিযোগ রয়েছে স্থানীয় ফাঁড়ি পুলিশ জানলেও কোন ব্যবস্থা নেয় না।
এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, আমবটতলা সাজিয়ালি গ্রামের মঙ্গল পাঠানের ছেলে আব্দুল ও একই এলাকার মোস্তফা পাঠানের ছেলে মিঠুন দীর্ঘদিন ধরে এলাকায় ফেনসিডিল ও ইয়াবার কারবার চালাচ্ছে। এতে করে মাদকের নেশায় আশক্ত হয়ে এলাকার যুব সমাজ বিপথগামি হচ্ছে। মাদকের টাকা জোগাড় করতে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে যুবসমাজ। প্রতিদিনই কারো না কারো বাড়িতে চুরির ঘটনা ঘটছে। গত ২৮ আগস্ট রাতেও সাজিয়ালি কলোনি পাড়ার রেজার বাড়ি থেকে ইজি বাইকের ব্যাটারি চুরি যায়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী জানান, আব্দুল ও মিঠুন এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। বারবার মাদক বিক্রি করতে নিষেধ করা হলেও এরা কারো কথাই শোনে না। এদের মাদক বিক্রির কারণে যুব সমাজ ধ্বংস হতে চলেছে। একই সাথে বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবনতা। এলাকাবাসী যুবসমাজকে বাঁচাতে ও এলাকার পরিবেশ ফিরিয়ে আনতে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।