শার্শা সংবাদদাতা
যশোরের শার্শায় গোগায় আটদফা দাবিতে ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলার গোগা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্ন, উন্নয় ও নীতিগত পরিবর্তনসহ আটদফা দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে চার বাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ করে। দাবিগুলোর মধ্যে রয়েছে, হাসপাতাল এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখা, রোগীর সাথে চিকিৎসকদের সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, ওষুধ বাণিজ্য বন্ধ, নিয়মিত সেবা প্রদান, হাসপাতালের সরবরাহকৃত ওষুধে সুষ্ঠু বন্টন, রেজিস্ট্রারে রোগীর মোবাইল নম্বরসহ বিস্তারিত বিবরণ, হাসপাতাল কোয়ার্টার চালু করা। এবং এসব নিয়ম মানতে অস্বীকৃতি জ্ঞাপনকারীদের স্বেচ্ছায় পদত্যাগ।
প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, শার্শার উপজেলার গোগা ইউনয়নে একটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে। এই কমপ্লেক্সে একজন ডাক্তার নিয়োগ থাকলেও তিনি ঠিকমত রোগী দেখেন না। সরকারি ওষুধ আসলেও তা কালো বাজারে বিক্রি করা হয়। এবং হাসপাতাল এলাকা অপরিচ্ছন্ন থাকে সবসময়। তাই এখন থেকে সকল নিয়ম কানুন মেনে রোগীদের সাথে ভালো ব্যাবহার করে চিকিৎসা সেবা প্রদানের আহাবন জানান।
মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে গোগা এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক ও জনতা যোগদান করেন।