বাংলার ভোর প্রতিবেদক
টানা তিন দিনের কেন্দ্রীয় আন্দোলনের কর্মসুচি পালন শেষে স্বাভাবিক হয়েছে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা। দায়িত্বরত চিকিৎসকরা নিজ নিজ কক্ষে বসে রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছেন। কাক্সিক্ষত সেবা পেয়ে রোগী ও রোগীর স্বজনদের মধ্যে স্বস্তি কাজ করছে।
বুধবার সকালে জেনারেল হাসপাতাল ঘুরে দেখা গেছে, বহিঃর্বিভাগ ও ভর্তি রোগীর সংখ্যা গত তিন দিনের তুলনায় বেশি। দূর দূরান্ত থেকে সেবা নিতে আসা শত শত রোগী বহিঃর্বিভাগে টিকিট কেটে চিকিৎসা সেবা নিচ্ছেন। প্রত্যেক ওয়ার্ডে ভর্তি রয়েছেন শত শত রোগী। ঢাকা মেডিকেলে হামলার ঘটনায় গত ৩ দিনের ঢিলেঢালা আন্দোলন শেষে চিকিৎসা সেবা স্বাভাবিক হওয়ায় চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। আসত রোগীদের ব্যবস্থাপত্র দেওয়ার সাথে সাথে ওষুধ ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করানো হচ্ছে।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুণ অর রশিদ জানিয়েছেন, বর্হিঃবিভাগে দুই সহস্রাধিক মানুষ চিকিৎসা নিয়েছেন। ২৭৮টি শয্যার বিপরীতে ভর্তি আছেন ৬শ৯৫জন রুগি। এছাড়া সকল ধরণের পরীক্ষা-নিরীক্ষা স্বাভাবিক ভাবেই করা হচ্ছে।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব