বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে রোববার সকালে কারেক্টরট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে কালেক্টরেট চত্বর থেকে বের করা হয় শোভাযাত্রা।
‘বহুভাষায় শিক্ষার প্রসার, পাস্পরিক সমঝোতা ও শান্তির জন্য স্বাক্ষরতা’ প্রতিপাদ্য নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক হিরামন কুমার বিশ^াস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, দিশার নির্বাহী পরিচালক রাহিমা প্রমুখ।
সভায় জানানো হয় গণশুমারি ও গৃহগণনা-২০২২ অনুযায়ী যশোরে ৫ বছর বা তার ঊর্ধ্ব বয়সি জনগোষ্ঠীর স্বাক্ষরতার হার ৭৬ দশমিক ৫৮ শতাংশ। এর মধ্যে পুরুষ ৭৯ দশমিক ১ শতাংশ ও নারী ৭৪ দশমিক ২১ শতাংশ। সবচেয়ে বেশি স্বাক্ষরতার হার যশোর পৌরসভায় ও সদর উপজেলায়। সবচেয়ে কম চৌগাছা পৌরসভা ও চৌগাছা উপজেলায়।
আলোচনা সভায় আরো জানানো হয়, যশোর জেলার ৫ বছর বা তদুর্ধ্ব জনগোষ্ঠী জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৬ দশমিক ৫৮ শতাংশের মধ্যে পল্লী অঞ্চলে স্বাক্ষরতার হার ৭৪ দশমিক ৮০ শতাংশ। পুরুষ ৭৭ দশমিক ১৪ শতাংশ ও নারী ৭২ দশমিক ৫৪ শতাংশ। শহর অঞ্চলে স¦াক্ষরতার হার হার ৮২ দশমিক ৩৮ শতাংশ। পুরুষের হার ৮৪ দশমিক ৯৩ শতাংশ, নারী ৭৯ দশমিক ৮০ শতাংশ।
এদিকে ৭ বছর বা তদুর্ধ্ব বয়সী জনগোষ্ঠীর সাক্ষরতার হার হার ৭৭ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে পুরুষের হার ৭৯ দশমিক ৬৭ শতাংশ ও মহিলার হার ৭৪ দশমিক ৫৪ শতাংশ। এর মধ্যে পল্লী অঞ্চলে সাক্ষরতার হার ৭৫ দশমিক ৩১ শতাংশ। পুরুষ ৭৭ দশমিক ৪৩ শতাংশ, নারী ৭২ দশমিক ৮৮ শতাংশ। শহর অঞ্চলে স¦াক্ষরতার হার হার ৮২ দশমিক ৮৩ শতাংশ। পুরুষে হার ৭৭ দশমিক ৮৩ শতাংশ, নারী হার ৭২ দশমিক ৮৮ শতাংশ।
সবচেয়ে বেশি স্বাক্ষরতার হার যশোর পৌরসভায় ৮৭ দশমিক ৩১ শতাংশ ও সদর উপজেলায় ৮১ দশমিক ৭৪ শতাংশ। আর সবচেয়ে কম চৌগাছা পৌরসভায় ৮১ দশমকি ১৬ শতাংশ ও চৌগাছা উপজেলায় ৭৩ দশমকি ৪৪ শতাংশ ।
সভা পরিচালনা করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মনিটরিং কর্মকর্তা আমিনুর রহমান।
শিরোনাম:
- যশোর মটর পার্টস সমিতির নির্বাচনে ৫৫ জনের মনোনয়নপত্র জমা
- লোকসমাজের প্রকাশক সুমিতের শ্বশুরের ইন্তেকাল, দাফন সম্পন্ন
- বাংলার মিলন মেলার লোগো উন্মোচন ও নিবন্ধন কার্যক্রম উদ্বোধন বৃহস্পতিবার
- স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা বঞ্চিত যশোরবাসী
- বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করছে জাকের পার্টি : মহাসচিব
- চুকনগর বণিক সমিতির নির্বাচনে সাহিদুল সভাপতি বিল্লাল সম্পাদক
- কদমতলা বাজার কমিটির আইয়ুব সভাপতি, রফিকুল সম্পাদক
- সাতক্ষীরায় পাচারকালে দুই পিস স্বর্ণের বারসহ আটক ১