সাতক্ষীরা সংবাদদাতা
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদকে বদলির আদেশ স্থগিত করা হয়েছে। এতে করে উপজেলাবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে।
ইতিপূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে যশোর জেলার মণিরামপুর উপজেলায় বদলি করা হয়। উক্ত আদেশের বিষয়ে সাতক্ষীরার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুঁসে ওঠেন এবং জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে বদলির আদেশ স্থগিতের জন্য জোর দাবি করেন। তারই ধারাবাহিকতায় নির্বাহী অফিসার শোয়াইব আহমেদকে পূর্বের আদেশ প্রত্যাহার করে সাতক্ষীরাতে বহাল রাখা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সোমবার যেয়ে দেখা যায় অফিসে বহু মানুষ তাকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানোর জন্য ভিড় জমিয়েছে। এ সময় তিনি সকলের কাছে নতুন সাতক্ষীরা হিসেবে সাজানোর জন্য সহযোগিতা কামনা করেন এবং দোয়া কামনা করেন। তিনি আরো বলেন সাতক্ষীরার মানুষ যে ভালোবাসা আমাকে দিয়েছে এটি অমূল্য।