কেশবপুর সংবাদদাতা
যশোরের কেশবপুরে সাংবাদিক শ্যামল সরকারসহ মানবতা ও রাষ্ট্রবিরোধী কাজে জড়িত সাংবাদিকদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর শহরের গাজীর মোড় চত্বরে বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ও জনতার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ও জনতার ব্যানারে বক্তারা বলেন,পতিত আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের আমলে কেশবপুরের কুলাঙ্গার, ধর্ম ব্যবসায়ী, নিয়োগ বাণিজ্যের হোতা, ভারতের দালাল, এজেন্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আসামি সাংবাদিক শ্যামল সরকারসহ ৩২জন প্রতিনিয়ত পুলিশ ও আওয়ামী লীগ সরকারের মদদ দিয়ে এবং টকশোতে উস্কানিমূলক বক্তব্য দিয়ে রক্তঝরানোর মতো মানবতা ও রাষ্ট্রবিরোধী কাজে জড়িত সাংবাদিক শ্যামল সরকারসহ সকল সাংবাদিকের গ্রেফতারের দাবি জানায়। দোষীদের আইনের আওতায় এনে শাস্তি না দেয়া পর্যন্ত কেশবপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ও জনতা এ আন্দোলন অব্যাহত রাখবে বলেও জানান বিক্ষোভকারীরা।