বাংলার ভোর প্রতিবেদক
সম্প্রতি ভারতীয় সীমান্তে স্বর্ণা দাস এবং জয়ন্ত সিংহ নামের দুই বাংলাদেশী হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখা। শনিবার বেলা ১২ টার দিকে প্রেস ক্লাব যশোরের সামনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও সংহতি জানিয়ে জেলা বিএনপির নেতাকর্মী, বিএনপিপন্থী শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তরা বলেন, ভারত এদেশে সাম্প্রদায়িক সহিংসতা ঘটিয়ে নিজেদের দেশের মানুষকে বিভ্রান্ত করেছে। নানাভাবে তারা বাংলাদেশের বাজারকে ব্যবহার করে জনগণের ভোগান্তি বাড়িয়েছে। বক্তরা ফেলানী থেকে শুরু করে স্বর্ণা-জয়ন্ত সব হত্যার বিচারের দাবি জানান। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেয়ার দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব নির্মল কুমার বিটের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, শিক্ষক প্রতিনিধি হিসেবে অধ্যাপক অলোক ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট নেতা বিষ্ণুপদ সাহা, অসীম কুমার মন্ডল, এ্যাড. সুদীপ্ত কুমার ঘোষ, মানিক সাহা প্রমুখ।