বাংলার ভোর প্রতিবেদক
যশোরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম সাথে মতবিনিময়। বুধবার বিকেলে জেলা প্রশাসকের কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষে এই মতবিনিময় সভা হয়।
সভায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ‘বর্তমানে সম্ভাবনার যে দ্বার উন্মোচন হয়েছে তা ধারণ করে সরকার দেশ এগিয়ে নিতে কাজ করছে। সেই এগিয়ে নেয়ার ক্ষেত্রে আমরা আমাদের চোখ ও কান হিসেবে সংবাদ মাধ্যমকে মনে করি। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
যশোরের দুঃখ ভবদহ সমস্যা নিরসন নিয়ে নবগত এই জেলা প্রশাসক বলেন, ‘এবার ভারি বৃষ্টিতে ভবদহ এলাকা বেশি প্লাবিত হয়েছে। এর মধ্যে টানা তিনদিন বিদ্যুৎ না থাকার কারণে বৈদ্যুতিক সেচযন্ত্র দিয়ে পানি সরানোর কাজ বন্ধ থাকাতে সেই ভোগান্তি দ্বিগুণ হয়েছে। তবে যশোরের আবহাওয়া উন্নতি হচ্ছে। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে আপাতব্যবস্থা হিসেবে ভবদহ স্লুইসগেটের ওপর বৈদ্যুতিক সেচযন্ত্র দিয়ে পানি সরানোর কাজ চলছে। এছাড়া সমস্যাটি স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হবে।
এছাড়া মতবিনিময় সভায় জেলার কর্মরত সাংবাদিকরা জেলা বিভিন্ন সমস্যা ও সম্ভবনার কথা তুলে ধরেন। এসব সমস্যা বিষয়ে জেলার বিভিন্ন সেক্টরের অনিয়মগুলো খুঁজে বের করে তা সংস্কারের চেষ্টা এবং সময়ক্ষেপণ না করে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি।
মতবিনিময় শুরু আগে কোটা বিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচআর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, সাংবাদিক বিনয় কৃষ্ণ মল্লিক, আনোয়ারুল কবির নান্টু, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, নূর ইসলাম, এম আইউব, হাবিবুর রহমান মিলন, আবদুল কাদের, মনিরুল ইসলাম, ইন্দ্রজিৎ রায়, প্রণব দাস, তারিকুল ইসলাম প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি রুকুনউদৌলাহ, দৈনিক বাংলার ভোরের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন, দৈনিক রানারের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল আলম দীপু, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু প্রমুখ।