শ্রীপুর সংবাদদাতা
মাদক ব্যবসায়ী সেবনকারী, বিকাশ প্রতারক ও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারীদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন শ্রীপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখি ব্যানার্জি। আমি আপনাদের সবাইকে নিয়েই একটা সুন্দর শ্রীপুর গড়তে চাই।
তিনি বুধবার তার কার্যালয়ে শ্রীপুর প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর প্রেসক্লাবের আহবায়ক ও জি কে আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ড. মুসাফির নজরুল, সদস্য সচিব আশরাফ হোসেন পল্টু, সদস্য এম আর জিন্না, সিনিয়র সাংবাদিক মো. সাইফুল্লাহ, মো. মিজানুর রহমান, নাসিরুল ইসলাম, কাদিরপড়া ইউনিয়ন চেয়ারম্যান সাংবাদিক আইয়ুব হোসেন খান, জিয়াউর রহমান, খান আবু হাসান লিটন, মুজাহিদসহ শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইউএনও রাখি ব্যানার্জি আরো বলেন, আমার অফিস এবং ব্যক্তিগত মোবাইল নাম্বার আপনাদের জন্য উন্মুক্ত। যে কোন বিষয় ও তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন।