বাংলার ভোর প্রতিবেদক
তিন দফা দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা।
শনিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন যাবিপ্রবি শিক্ষার্থী সুমন হোসেন, সরকারি এমএম কলেজের শিক্ষার্থী অপূর্ব বিশ্বাস, নুর ইসলাম, ব্রজেন দাস, কৃষ্ণ কুমার রায়, সনজিৎ সরকার, সত্যজিৎ মন্ডল, প্রসেনজিৎ ঘোষ, শরফুদ্দিন আহমেদ ইমন, কাজল ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।
দাবির মধ্যে রয়েছে, চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর, আবেদন কি সর্বোচ্চ ২০০ এবং সর্বনিম্ন ৫০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এবং চাকরির পরীক্ষা গুলো নিজ নিজ বিভাগীয় শহরে অনুষ্ঠিত করতে হবে।