বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে অবস্থিত সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে মতবিনিময় করেছেন অধ্যক্ষ প্রফেসর ড. খোন্দকার এহসানুল কবির।
রোববার সকালে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন খন্দকার রুবাইয়াত, ফাহিম আল ফাত্তাহ, মাহাবুর রহমান, আবু সাইদ, হাসান ইমাম, সোহানুর রহমান সোহান।
শিক্ষার্থীরা কলেজের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, কলেজ ক্যান্টিন চালু করা, অডিটোরিয়ামের ব্যবস্থা করা, সকল ধর্মের ধর্ম পালন এবং সাংস্কৃতিক চর্চার পরিবেশ তৈরি করা, কলেজ মাঠ সংস্কার ও খেলাধুলার আয়োজন করা, নিরাপদ ক্যাম্পাস বাস্তবায়ন করা। কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও আগামির সুন্দর ক্যাম্পাস তৈরির বিষয়ে আশ^াস্ত করেন।
অধ্যক্ষ তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সুন্দর এবং নিরাপদ ক্যাম্পাস বাস্তবায়নে সবাই বদ্ধপরিকর। আস্তে আস্তে সকল সমস্যার সমাধান হয়ে যাবে।