বাংলার ভোর প্রতিবেদক
আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে যশোর অঞ্চলের নদ-নদী বাঁচানোর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে সচেতন নাগরিক সমাজ। রোববার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপি প্রদান, পদযাত্রা, আলোচনা সভা ইত্যাদি কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর ও নাগরিক অধিকার আন্দোলন যশোর দিবসটি উদযাপন করে।
যশোর জেলার ভৈরব নদ, কপোতাক্ষ নদসহ অন্যান্য নদের প্রবাহ সৃষ্টির লক্ষ্যে দ্রম্নত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে রোববার বিকেলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, যশোরের ভৈরব, কপোতাক্ষ, মুক্তেশ্বরী, বেতনা, চিত্রা, নবগঙ্গা ও ফটকি নদীগুলি আজ উজানে ভারতের বাঁধ নির্মাণ, একতরফা পানি প্রত্যাহারসহ প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন। এই নদীগুলোকে রক্ষা করার জোর দাবি জানানো হয়। এছাড়া ভৈরব ও কপোতাক্ষ নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও জোয়ার-ভাটা নিশ্চিত করা। একই সাথে এই নদীগুলো সুরক্ষায় পদক্ষেপ গ্রহণ করে নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করাসহ ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানান নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নাগরিক অধিকার আন্দোলন যশোর এর আহ্বায়ক মাস্টার নূর জালাল, কোর কমিটির সদস্য সাবেক অধ্যাপক বোরহানুস সুলতান, সাবেক অধ্যক্ষ হারুন উর রশিদ, বিনয়কৃষ্ণ মল্লিক, মোবাশ্বের হোসেন বাবু, আহসানুল্লা ময়না, জাহিদুর রহমান গোলদার, ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ, শামিমা ইসলাম লিপা, রবিউল ইসলাম ও সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান মিঠু।
এদিকে, রোববার বিকেলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাপা যশোর জেলা কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার আজিজুল হক মনি, বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা জিল্লুর রহমান ভিটু, তসলিমুর রহমান, সাংবাদিক হাবিবুর রহমান মিলন, বাপা সদস্য অধ্যাপক (অব.) গোপীকান্ত সরকার, টিটোভ জামান, শাহজাহান নান্নু, ডা. আহসান হাবীব, আবু সাঈদ আতিকুর রহমান, বিমল রায়, বিশ্বাস ওয়াহিদুজ্জামান, শামসুজ্জামান স্বজন, জুলফিকার আসাদ দীপ প্রমুখ। স্মারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দ পদযাত্রা করে দড়াটানায় ভৈরব নদ পাড়ে অবস্থান নেন এবং আলোচনা সভা করেন।