ঢাকা আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র যশোরের উদ্যোগে রোববার যশোর পুলিশলাইন সরকারি মাধ্যমিক বিদ্যালয় সেমিনার কক্ষে ছাত্র/ছাত্রীদের নিয়ে “মাদকাসক্তি প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য শীর্ষক’ সচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ কুমার নন্দীর সভাপতিত্বে দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতেতে এ কার্যক্রমে মাদক থেকে মুক্ত থাকার উপায়, মাদককে না বলার উপায়, আসক্ত ব্যক্তির লক্ষণ, প্রতিকারের উপায় এবং মাদকগ্রহণের ফলে কি কি মানসিক সমস্যা হতে পারে এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় সম্পর্কে এবং মাদকাসক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বিষর্য়ে আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী।
প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক আসলাম হোসেন, বিশেষ অতিথি ছিলেন জেলার এনজিও সমন্বয়ক শাহাজান নান্নু ও সঞ্চালক ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র যশোরের সেন্টার ম্যানেজার সৈয়দ মিজানুর ইসলাম।
অনুষ্ঠানে একজন ভুক্তভোগীর জীবন নিয়ে ছাত্র/ছাত্রীদের সাথে আলোচনা রাখেন খায়রুল আমিন তুহিন।