ভিপি ইলিয়াস, ঝিকরগাছা
বুধবার দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুধীজনদের সাথে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ভূপালি সরকারের সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ।
সভায় প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে সর্বস্তরের মানুষ একটি নতুন বাংলাদেশ পেয়েছে। নতুন এ বাংলাদেশ গড়তে প্রশাসনের সাথে ছাত্র জনতার সহযোগিতা খুবই প্রয়োজন। প্রধান অতিথি বলেন, বিগত সরকারের আমলে অনেক অনিয়ম, দুর্নীতি, অপশাসন চলেছে।
বাংলাদেশকে এগিয়ে নিতে এবং অপশাসন মুক্ত করতে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর এবং সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে হিন্দু ভাইদের পাশে থাকতে হবে এবং তাদের সহযোগিতা করতে হবে।
জেলা প্রশাসক আজাহারুল ইসলাম মতবিনিময় সভায় সুধীজনদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।
বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে উপস্থিত সুধীজনদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা খোরশেদ আলম ও ইমরান হাসান সামাদ নিপুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক হারুনর রশিদ এবং সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল আলীম, জাতীয় পার্টির রেজাউল হোসেন, ইসলামী আন্দোলনের সম্পাদক আব্দুর রশিদ।
উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান জাহাঙ্গীর, উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্রাহিম হোসেন, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, পল্লী বিদ্যুতের ডিজিএম টিএম মেজবাউদ্দিন, ফায়ার স্টেশন অফিসার নয়ন বাবু চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, প্রধান শিক্ষক আব্দুস সামাদ, মাহবুবুল ইসলাম মন্টু, চেয়ারম্যান আনিচুর রহমান, সাংবাদিক তরিকুল ইসলাম, ছাত্র আন্দোলনের সাজ্জাদ শাহরিয়ার প্রমুখ।
বিকেলে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে ঝিকরগাছার বাঁকড়া-হাজিরবাগ স্কুল অ্যান্ড কলেজে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ, চেক ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ভূপালি সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।