বাংলার ভোর প্রতিবেদক
ইসলাম ধর্ম ও রাসুল হযরত মুহাম্মাদকে (সা.) নিয়ে ভারতে হিন্দু পুরোহিতদের কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমান। এ সময় লংমার্চ টু মুম্বাইয়ের প্রতি সমর্থন জানানো হয়।
বৃহস্পতিবার বিকেলে শহরের ভৈরব চত্বর মোড় থেকে ভারতীয় বিজেপির অনুগ্রহপ্রাপ্ত ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটুক্তি করায় বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস যশোর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা জানান, যারা আল্লাহর রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভারতীয় পণ্য বয়কট, ভারতকে সব দিক দিয়ে অসহায়তার পাশাপাশি সরকারকে ভারতের এই এহেন কর্মকান্ডের জন্য ভারতীয় দূতাবাস কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের দাবি জানানো হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস যশোর শহর শাখার সভাপতি মুহাম্মদ রেজওয়ান, ছাত্র নেতা আবু দারদা নাঈম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের অন্যতম সমন্বয়ক ছাত্র নেতা নূর ইসলাম, খেলাফত মজলিস যশোর শাখার সাংগঠনিক সম্পাদক নূর মুহাম্মদ প্রমুখ।