বাংলার ভোর প্রতিবেদক
যশোর পৌরসভার ৫নং ওয়ার্ডের রেলগেট পশ্চিমপাড়ায় ড্রেন ও রাস্তা পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ দাবিতে বৃহস্পতিবার পৌরসভার প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়।
রেলগেট কুবা মসজিদ মহল্লা কমিউনিটির সভাপতি অধ্যাপক জাকির হোসেন ও সম্পাদক অ্যাড: আবু সাঈদ স্বাক্ষরীত স্মারকলিপিতে বলা হয়েছে, এলাকাটি শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত। এই এলাকায় মোট দুটি রাস্তা আছে।
একটি প্রধান রাস্তা হোটেল শাহারিয়ার থেকে শুরু করে মিজানুর রহমানের বাড়ি হয়ে খড়কি দক্ষিণ পাড়ার রাস্তার সাথে সংযুক্ত হয়েছে। অন্য রাস্তাটি রেলগেট কুবা মসজিদের সামনে আলীগড় মসজিদের রাস্তার সাথে সংযুক্ত হয়েছে।
এই এলাকায় প্রায় শতভাগ চাকরিজীবীর বসবাস। এই এলাকায় প্রায় ১৮০টি আবাসিক পাকা ভবন নির্মিত রয়েছে। এই রাস্তা দুটিতে পয়ঃনিষ্কাশনের জন্য এখনও কোন ড্রেন নির্মাণ হয়নি। ভবনের পানিতে কাঁচা রাস্তা দুটিতে প্রায় সারা বছরই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই সড়কে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এসব সমস্যা নিরসনের জন্য ড্রেন নির্মাণ ও রাস্তা পাকাকরণ জরুরি।