বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানান নেতৃবৃন্দ।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- টিআইবি যশোরের সভাপতি শাহিন ইকবাল, জয়তী সোসাইটি-র নির্বাহী পরিচালক অর্চনা বিশ^াস, যশোর শিল্পকলা একাডেমির সাবেক সাধারন সম্পাদক অ্যাড: মাহমুদুল হাসান বুলু, জনউদ্যোগ সদস্য সচিব কিশোর কুমার কাজল, যশোর জেলা কমিটির শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সায়েদা বানু শিল্পী, অর্থ সম্পাদক উম্মে মাকসুদা মাসু প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবছরই দুর্গাপূজার এক মাস আগে থেকেই প্রতিমা ভাংচুর শুরু হয়ে যায়। সাম্প্রদায়িকতা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে সমাজে বিপর্যয় ডেকে আনে। ধর্মভিত্তিক সাম্প্রদায়িকতার ফলে হত্যা, দাঙ্গা, লুন্ঠন প্রভূতি ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সূত্রপাত ঘটে। সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপিত না হলে দেশে রাজনীতির অস্থিরতা বিরাজ করে।
কিছু ব্যক্তি সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে নিজ স্বার্থ রক্ষার জন্য তৎপর হয়ে ওঠে। এদের চিহ্নিত করে জনগণের কাছে এদের মুখোশ খুলে দেওয়াসহ কড়া শাস্তির ব্যবস্থা করা দরকার।
দেশের জনগণ সম্মিলিতভাবে এগিয়ে এলে সাম্প্রদায়িকতা নির্মূল করা সম্ভব হবে। সাম্প্রদায়িকতা অপসারিত হলেই মানব জাতি শান্তিপূর্ণভাবে পৃথিবীতে বসবাস করতে পারবে।