ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়ন ছাত্রদলের দুইজন নেতার ওপর কুখ্যাত সন্ত্রাসীও মাদক ব্যবসায়ী রজব বাহিনী তার দলবল নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি ঝিকরগাছা উপজেলার হাড়িয়া নিমতলা বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের গুদাম থেকে ৩০০ বস্তা চাল লুটের ঘটনায় নাভারণ ইউনিয়ন বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মিনু ও রজবসহ ২১ নেতা-কর্মীকে বহিস্কার করা হয়েছে। তার জের ধরে বৃহস্পতিবার রাতে নাভারণ পুরাতন বাজারে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ঝিকরগাছা থানা একটি অভিযোগ দায়ের করেছে সাকিবের বাবা হারুন অর রশিদ।
হামলা শিকার আহত দুই ছাত্রদল নেতা হলেন, নাভারণ বিএনপির সাবেক সভাপতি মরহুম খোরশেদ আলমের ছেলে খায়রুল আলম সোহাগ (২৫) ও একই ইউনিয়নের বিএনপি নেতা হারুন অর রশিদ হান্টুর ছেলে মনোয়ার হোসেন সাকিব (২১)।
দুই ছাত্রদল নেতার অভিযোগ, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তারা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে আগে থেকেই নাভারণ পুরাতন বাজারে দলবল নিয়ে ওৎ পেতে সন্ত্রাসী রজব আলী ও তার ছেলে জুয়েল হোসেন, মফিজুর রহমান ও মনিরুলসহ আরও ৫-৭ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলীকে ফোন করা হলে প্রথমে তিনি বিষয়টি এড়িয়ে যান। পরে মুঠোফোনে তিনি বলেন, ঘটনার সত্যতা পেয়েছি অভিযোগকারীকে থানায় মামলা করার কথা বলেছি। মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।