শ্রীপুর সংবাদদাতা
নবাগত শিশুর পরিবারকে ফুলের শুভেচ্ছা জানিয়ে জন্ম নিবন্ধনের গুরুত্ব বোঝানোর পরামর্শ দিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জি।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ’২৪ উপলক্ষে এক আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সচিব ও উদ্যোক্তাদের এই পরামর্শ দেন তিনি।
এ ছাড়াও মৃত ব্যক্তির পরিবারকে শোকবার্তার মাধ্যমে মৃত্যু নিবন্ধনের গুরুত্ব বোঝানোর কথা বলেন তিনি।
এর আগে রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা।
শ্রীপুর প্রেস ক্লাবের সদস্য সচিব আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, সব্দালপুর ইউপি চেয়ারম্যান পান্না খাতুন, সব্দালপুর ইউপি সচিব আওয়াল হোসেন, নাকোল ইউপি সচিব আলতাব হোসেন, শ্রীপুর সদর ইউপি উদ্যোক্তা রমজান আলী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক।
আলোচনা সভা শেষে গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিবসহ দ্বায়িত্বশীলদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।