মাগুরা সংবাদদাতা
মাগুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য যশোর ক্যান্টনমেন্ট কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও ভালো কাজের স্বীকৃতিপ্রাপ্ত ও সফল কৃষি উদ্যোক্তা রকিবুল ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মাগুরা জেলার সর্বস্তরের ছাত্র ও জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মাগুরা সরকারি কলেজের মাস্টার্সের ছাত্র সেলিম হোসেন, মো. রাশেদ, ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র হুরায়রা শিকদারও ছাত্র সোহান বিশ্বাস প্রমুখ। বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য রাকিবুল ইসলাম ওরফে রাকিবুলের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় বাটিকাবাড়ি গ্রামে মারামারির ঘটনা কেন্দ্র করে আজমপুর গ্রামের সিরাজ বিশ্বাস বাদী হয়ে গত ৩ অক্টোবর মাগুরা বিজ্ঞ আমলি ম্যাজিস্ট্রেট আদালতে রাকিবুলসহ মোট ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করে।