বাংলার ভোর প্রতিবেদক
যশোরে হত্যাসহ ৫ মামলার আসামি সাইফুল ইসলাম ওরফে সাগর (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় শহরতলীর ভেকুটিয়া এলাকায় পিটুনী দিয়ে গুরুতর জখম করার পর চিকিৎসার জন্যে ঢাকায় নেওয়ার পথে মধ্যরাতে তিনি মারা যান। নিহত সাইফুল যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের কলোনী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, স্থানীয় কয়েকজন সন্ত্রাসী চানপুর গ্রামের একটি মাদ্রাসার পাশ থেকে সাইফুলকে ধরে বেধড়ক মারপিট করে বালিয়া ভেকুটিয়া গ্রামের সেতুর পাশে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্খানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকাতে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে রাত দেড়টার দিকে তিনি মারা যান। পরিবারের স্বজনেরা লাশটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে রাখেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘স্থানীয় আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে সাইফুলকে পিটিয়ে হত্যা করা হতে পারে। সাইফুল ভালো ছেলে ছিলো না। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতির চেষ্টা, মাদক, মারামারি ও অস্ত্র আইনে পাঁচটি মামলা রয়েছে। মামলা করতে পরিবারের লোকজন দুপুর পর্যন্ত থানায় আসেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত সাইফুল আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। হত্যাকান্ডের সাথে জড়িত হিসেবে যাদের নাম জানা গেছে তারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত রয়েছে।