তালা সংবাদদাতা
সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১২ ইউনিয়ন ও দুইটি থানার ১৯৬টি দুর্গা মন্দিরে সনাতন ধর্মলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি রায় এবং পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার।
আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ওবায়দুল হক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্যফ্রন্টের সভাপতি অমল দত্ত, সাধারণ সম্পাদক সরজিৎ কুমার সরকার, পলাশ দাস, তাপস কুমার দাস প্রমুখ।
ইতিমধ্যে প্রতিটি মন্দিরে সরকারিভাবে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এবছর জলাবদ্ধতার কারণে ১২ টি মন্দিরে পূজা হচ্ছে না।