বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের খাটুরা বাঁওড় দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় মৎস্যজীবী সমিতি। বুধবার দুপুরে হরিহরনগর ইউনিয়নের খাটুরা বাঁওড় পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন হরিহরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার রেজাউল ইসলাম।
তিনি বলেন, খাটুরা বাঁওড়টি মৎস্যজীবী সমিতির নামে ইফাদ তফসিলভুক্ত। সমিতির সদস্যরা সম্মিলিতভাবে এখানে মাছ চাষ করেন। হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন ধরের সাথে তিন বছরের মাছ চাষের জন্য চুক্তি করা হয়। চুক্তি শেষ হলে দুই বছর খাজনা না দিয়ে বাঁওড়টি অরক্ষিত করে রেখে একটি ভুয়া চুক্তি দেখিয়ে দখলের চেষ্টা করেন তিনি। মৎসজীবী সমিতি সদস্যদের দাবি রিপন ধরের ভয়ে তারা চাষ করতে পারছেন না।
ওই বাঁওড়ের মৎস্যজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বলেন, বাঁওড় নিয়ে চক্রান্ত হচ্ছে। বিগত দিনে বাঁওড় থেকে মৎস্যজীবীদের বঞ্চিত করা হয়েছে। রিপন ধর বাঁওড়ের দায়িত্ব নিলেও ব্যাপক টাকা খাজনা বকেয়া রেখেছেন।
সমিতির সদস্য মো. বিল্লাল বলেন, তিনি সমিতির সদস্য আবার বাঁওড়ের পাহারাদার হিসেবে কাজ করেন। কিন্তু ১৫ মাস টাকা পাননি। আবার ১১ লাখ টাকা খাজনা বকেয়া।