বাংলার ভোর প্রতিবেদক
যশোরের দুঃখখ্যাত ভবদহ এলাকায় টানা দুই মাসেরও বেশি সময় জলাবদ্ধতায় চরম সংকটে আছেন এখানকার মানুষেরা। এ অঞ্চলে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। খেতের ফসল, ঘেরের মাছ সবই কেড়ে নিয়েছে এই পানি। কেড়ে নিয়েছে মানুষের থাকার জায়গাটুকুও।
৪০০টি গ্রামের বেশির ভাগ ঘরবাড়ি, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট, কৃষিজমি এবং মাছের ঘের প্লাবিত হয়েছে। পানির কাছে হেরে যাচ্ছে ভবদহ অঞ্চলের চার লাখ মানুষ। এমন পরিস্থিতিতে এসব মানুষের পাশে দাঁড়িয়েছে যশোর জেলা বিএনপি। জলাবন্ধতায় আটকে থাকা মানুষের মাঝে ধারাবাহিক ত্রাণ বিতরণের অংশ হিসেবে বুধবার ত্রাণ বিতরণ করেছেন তারা। এদিন অভয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার মানুষের মাঝে দলটির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতকে সাথে নিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ এসব মানুষের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেন। এ দিন অভয়নগর উপজেলার পায়রা, প্রেমবাগ এবং সুন্দলী ইউনিয়নের হাজার হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যা ও জলাবদ্ধতার শিকার এলাকাগুলোতে যশোর জেলা বিএনপি ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় অভয়নগরে উপজেলায় জলাবদ্ধতার শিকার হয়ে মহাসড়ক ও স্কুল-কলেজে আশ্রয় নেওয়া পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। তিনি বলেন, যতদিন প্রয়োজন ততদিন দুর্যোগকবলিত এসব মানুষের পাশে থাকবে যশোর জেলা বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।