শালিখা সংবাদদাতা
মাগুরা শালিখা উপজেলার বিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে তালের ডোঙ্গা ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক শিশু। বুধবার রাতে শালিখার থইপাড়া গ্রামের পাটভাড়া বিলে এ ঘটনা ঘটেছে বলে শালিখা থানার ওসি মো. নাসির উদ্দীন জানিয়েছেন।
নিহতরা হলেন- বড় থইপাড়া গ্রামের কুমারেশ বিশ্বাসের ছেলে কমলেশ বিশ্বাস (৪৮) ও মৃত কালীদাস বিশ্বাসের ছেলে কনক বিশ্বাস (৫৩)। আহত হয়েছে কমলেশের ছেলে দীপায়ন বিশ্বাস (৮)।
নিহতদের প্রতিবেশী উজ্জ্বল বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যায় কমলেশ তার ছেলে দীপায়নকে নিয়ে এবং কনক বিশ্বাস দুটি তালের ডোঙ্গায় মাছ ধরতে বাড়ির পাশের পাটভাড়া বিলে যায়। এসময় হঠাৎ ঝড়ে দুটি তালের ডোঙ্গাই ডুবে যায়।
দীপায়ণ কলমীর উপর উঠে প্রাণে রক্ষা পেলেও কমলেশ ও কনক বিলের পানিতে ডুবে যায়। ঝড় থেমে গেলে দীপায়নের চিৎকারে গ্রামের লোকজন ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজি করে কনকের লাশ পেলেও কমলেশের লাশ পায়নি। বৃহস্পতিবার সকালে কমলেশের লাশ বিলে ভাসতে দেখে গ্রামবাসী উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ওসি নাসির উদ্দীন বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।