বাংলার ভোর প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এর আগে শুক্রবার সকালে তার বাসভবনে সাক্ষাত করে শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার সন্ধ্যার পর বিএনপি নেতা অমিত যশোর শহরের রামকৃষ্ণ আশ্রম মন্ডির, বেজপাড়া পূজা মন্দির ও বারান্দিপাড়া মালোপাড়া মন্ডপ পরিদর্শন ও সেখানকার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মন্দির পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীরা বিএনপি নেতা অমিতকে ফুলেল শুভেচ্ছা জানান।
মতবিনিময়কালে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আওয়ামী লীগ সরকার প্রতিটি সংগঠনকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। তারা যা ইচ্ছে তাই করতে সকলকে বাধ্য করেছে। কিন্তু বিএনপি তার ব্যতিক্রম। তিনি ধর্মীয় সংগঠনকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার পরামর্শ দেন। এ সময় তিনি আরও বলেন, এই দেশ হিন্দু-মুসলিম সকলের। স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার সকলের রয়েছে। সেই অধিকার পালনের ক্ষেত্রে যদি কেউ বাধাঁ হয়ে দাঁড়ায়, তাহলে কোন ছাড় দেয়া হবে না।
এ সময় তার সাথে ছিলেন, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, একে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. আনিছুর রহমান মুকুল, অ্যাড. জুলফিকার আলী জুলু, মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু প্রমুখ।
এর আগে শুক্রবার বেলা ১১টায় অনিন্দ্য ইসলাম অমিতের বাসভবনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রিয় সংসদের যুগ্ম-মহাসচিব নির্মল কুমার বিট, সাবেক সদস্য সচিব পলক কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যান ফ্রন্ট যশোর জেলা শাখার নেতা এ্যাডভোকেট সুদিপ্ত কুমার ঘোষ, দিপংকর ঘোষ, অজয় সিংহ, বিদ্যুৎ বিশ্বাস, সঞ্জিব বিশ্বাস, উত্তম রায়, সুমন রায়, শুভ ঘোষ, চয়ন দাস, অনুপ পাল, প্রকাশ শাহানি বুলু, হৃদয় সিংহ, জয়দেব ঘোষ, গৌতম দাস, সত্যজিত রায়, কৃঞ্চ বিশ্বাস, কিশোর কুমার শীল, বাধন ঘোড় ও তাপস বিশ্বাস প্রমুখ।
মতবিনিময় সভা শেষে নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমকে ফুলের শুভেচ্ছা জানান।